Wednesday, July 3, 2013

সময় নড়ে না



আমার করোটিতে সারাক্ষণ আটার রুটি, স্বপ্নে বাস্তবে আড়ালে
সম্মুখে শুকনো আটার পিঠা
পুড়ে গেছে অথবা যে কোন ভাবে ক্ষয়ে গেছে এমন আধখানা কুকুর বিড়াল
রোদে পুড়ে প্রতিদিন আমার দেহ; বৃষ্টি আমার নয়;
ঝলমল করে তোমার পণ্য দ্রব্যে তোমার আঙিনা আমার শ্রমে তোমার ধন।
১৮৮৬ সালের ১ মে থেকে কড়া গুণে বুদ্ধিজীবীর দল
অকৃতকার্য ৬ থেকে ৮ গুণতে।
তোতা পাখি বলে যায় “আলোয় ভূবন ভরা”।
আমার অন্ধকার, আটা পাওয়া হল না।
ট্রেন আসছে অসংখ্য নামের;_ বিদ্যুতের খুঁটি থেকে ডেসটিনি, হলমার্ক, তাজরীন ফ্যাশন, রানাপ্লাজা, পদ্মা সেতু, গ্রামীণ ব্যাংক, শেয়ার বাজার, ইলিয়াস.........।
গণজাগরণে হুংকার তুলি “যুদ্ধাপরাধী, নিপাত যাক”
অপরাধী?